
বাংলাদেশের ‘কর্তৃপক্ষ’ ৯ মাস ধরে মিথ্যা বলছে: টিউলিপ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ২৩:১১
বাংলাদেশের ‘কর্তৃপক্ষের’ বিরুদ্ধে নয় মাস ধরে মিথ্যা প্রচারণা চালিয়ে আসার অভিযোগ তুলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।
একের পর এক অভিযোগ তোলা হলেও অভিযোগকারী কর্তৃপক্ষ (দুর্নীতি দমন কমিশন-দুদক) তার সঙ্গে সরাসরি কিংবা তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেনি বলে বৃহস্পতিবার ‘এক্স’ পোস্টে আবারও দাবি করেছেন তিনি।
তাকে ’অসম্মান‘ করতে যত চেষ্টাই করা হোক তার আইনজীবীরা এসব অভিযোগের বিষয়ে জোরালো আইনি লড়াই চালিয়ে যাবেন বলে পোস্টে তুলে ধরেন তিনি।