You have reached your daily news limit

Please log in to continue


রক্তক্ষয়ী সংঘর্ষের পর ৬৫ দিনের অচলাবস্থা, উপাচার্যের বিদায়ে অস্থিরতার অবসানের আশা

ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে দুই মাস আগে ঘটা রক্তক্ষয়ী সংঘর্ষের পর সৃষ্ট অচলাবস্থা নিরসনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদকে অবশেষে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে সরকার। উপাচার্যের অপসারণের খবর পৌঁছানোর পর অনশনরত শিক্ষার্থীরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নেন। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে দীর্ঘদিনের অস্থিরতার অবশেষে অবসান হওয়ার আশা করছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে বিজয় মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মিছিল শেষে দেওয়া বক্তব্যে পুরকৌশল বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, তাঁদের এক দফা পূরণ হয়েছে। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না, সবাই মিলে এটা পরিচালনা করেছেন। সামনে কুয়েটকে সংস্কারের জন্য বাকি যে দফাগুলো আছে ধীরে ধীরে তা পূরণ করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন