সাভারের রানা প্লাজা ধসের ঘটনা সিনেমায় তুলে এনেছেন পরিচালক কামার আহমাদ সাইমন।
ঘটনার এক যুগ পর বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তার ‘একটি সূতার জবানবন্দী’, যার ইংরেজি নাম ‘টেস্টিমনি অব আ থ্রেড’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিচালক সাইমন বলেন, ২০১৩ সালে রানা প্লাজা ধসে পড়ার ঘটনা অন্য সবার মত তাকেও বেশ মানসিক পীড়া দিয়েছিল। তারপর ২০১৫ সালে নির্মাণ করেন ‘একটি সূতার জবানবন্দী’। তা এতদিনপর প্রকাশ্যে এল।