
পাকিস্তানি অভিনেতার সিনেমা মুক্তি পাচ্ছে না ভারতে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ১৮:৩৪
সম্প্রতি জানা গিয়েছিল আবারও বলিউডের সিনেমায় দেখা যাবে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানকে। এতে তার বিপরীতে থাকবেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর। তাদের সেই সিনেমা ‘আবির গুলাল’র ট্রেলারও ১ এপ্রিল মুক্তি পেয়েছে। সিনেমাটি ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল।
‘আবির গুলাল’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় আলোচনা-সমালোচনা। পাকিস্তানি অভিনেতা সিনেমায় থাকাতেই মূলত এ সমালোচনা ও বিতর্কের সূচনা হয়। সেই সঙ্গে সিনেমাটি বয়কটের ডাকও দেওয়া হয়। এর মধ্যেই কাশ্মীরের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা এতে বাড়তি মাত্রা যোগ করেছে। নতুন করে আরও তুমুল সমালোচনা হতে শুরু করে। এবার জানা গেছে এ সিনেমাটি নাকি ভারতে মুক্তি দেওয়া হবে না। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ সংস্করণে এ তথ্য জানা গেছে।