যে কোনও ধরনের ত্বকের যত্নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন গোলাপজল। শুষ্ক ত্বকের জন্য এটি আরও কার্যকর। গোলাপজল সরাসরি ত্বকে লাগাতে পারেন টোনার হিসেবে। আবার বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশিয়ে তৈরি করতে পারেন ত্বকের জন্য উপকারী ফেসপ্যাক। জেনে নিন গোলাপজল কেন এবং কীভাবে ত্বকের যত্নে ব্যবহার করবেন।
- গোলাপজলের মধ্যে এমন উপাদান রয়েছে যা ত্বকে ময়েশ্চার ধরে রাখে। ফলে ত্বক থাকে প্রাণবন্ত।
- ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে গোলাপজল। তুলা গোলাপজলে ভিজিয়ে ত্বকে চেপে চেপে লাগান। শুকিয়ে নিন প্রাকৃতিকভাবে।
- বাসায় ফিরে ভালো করে মুখ ধুয়ে নিন। তারপর একটি পাত্রে কিছুটা পানি নিয়ে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে নিন। এবার এই পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সতেজ হবে ত্বক।
- ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য রক্ষা করে গোলাপজল। ফল ত্বক সতেজ থাকে।
- সমপরিমাণ লেবুর রস ও গোলাপজল একসঙ্গে মেশান। তুলা ডুবিয়ে ব্রণের উপর লাগান। ১ ঘণ্টা পর ত্বক ধুয়ে ফেলুন। ব্রণের পাশাপাশি দূর হবে ব্রণের দাগও।
- স্প্রে বোতলে গোলাপজল নিয়ে দিনে কয়েকবার স্প্রে করুন ত্বকে। বলিরেখাহীন সুন্দর ত্বক পাবেন নিয়মিত ব্যবহারে।