বিশ্বের বিভিন্ন দেশে যেতে উড়োজাহাজে চড়তে হবে, এমন কথা প্রচলিত আছে। কিন্তু এর ব্যতিক্রমও ঘটতে দেখা যায় মাঝে মাঝে। তেমন ঘটনাই প্রমাণ করলেন ডেনমার্কের নাগরিক থর পেডারসেন। উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ দেখার বাসনা ছিল তাঁর। সে বাসনা পূরণ করতেই ২০১৩ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন থর। উড়োজাহাজে চড়া ছাড়াই ২০৩টি দেশ ভ্রমণ শেষে ২০২৩ সালে ঘরে ফেরেন তিনি। প্রতিটি দেশে তিনি কমপক্ষে ২৪ ঘণ্টা অবস্থান করেছিলেন। জাতিসংঘ ১৯৫টি সার্বভৌম রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও থর পেডারসেন তাঁর তালিকায় কিছু বিতর্কিত অঞ্চলকেও অন্তর্ভুক্ত করেছেন দেশ হিসেবে।
আক্ষেপ ছিল থরের। তিনি মনে করেন, ১০০ বছর দেরিতে জন্ম হয়েছে তাঁর। একটা সময় ছিল, যখন পৃথিবীর ওপর দিয়ে স্যাটেলাইট ছুটে বেড়াত না এবং অনেক কিছুর আবিষ্কার বাকি ছিল। তাঁর মনে হতো, পৃথিবীতে সব বড় অ্যাডভেঞ্চার তাঁর জন্মের আগেই ঘটে গেছে। কিন্তু ২০১৩ সালে তিনি বুঝতে পারেন, বিমানে না চড়ে পৃথিবীর সব দেশ ঘুরে বেড়ানোর কাজটা এখনো বাকি আছে। আর সেই রোমাঞ্চকর কাজটা শেষ করা তাঁর দায়িত্ব।
১০ বছরের এই বিশ্বভ্রমণের অভিজ্ঞতায় প্রতিটি দেশে মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছেন বলে জানান থর। এ বিষয়গুলো নিয়ে তিনি সম্প্রতি একটি লেখা প্রকাশ করেন ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ানে’। তার কিছু অংশ তুলে ধরা হলো।
মানুষের উদারতা কখনো কখনো অবাক করে দেয়
ডিসেম্বরের বরফে ঢাকা এক ঠান্ডা রাত। আমি তখন পোল্যান্ডের সবচেয়ে ঠান্ডা শহর সুভাওয়কিতে পৌঁছেছি ট্রেনে চড়ে। চারদিক নিস্তব্ধ, শুধু হালকা বরফ ঝরছে। হাতে একটা কাগজে লেখা একটি নাম, ফোন নম্বর আর ঠিকানা; যেখানে আমার থাকার কথা। কিন্তু সিমকার্ড না থাকায় কারও সঙ্গে যোগাযোগের উপায় নেই। হাঁটতে শুরু করলাম সাহায্যের খোঁজে। হঠাৎ একটি বাড়ির দরজা খুলে এক নারী বেরিয়ে এলেন। ছুটে গেলাম তাঁর কাছে। ভাগ্য ভালো, তিনি ইংরেজি জানতেন এবং বললেন, এই ঠান্ডায় বাইরে ঘোরাঘুরির কোনো মানে নেই। এ বলে তাঁর বাসায় থাকতে দিলেন। পরদিন সকালে আমাকে নাশতা করিয়ে লিথুয়ানিয়া যাওয়ার বাসে তিনি তুলে দিলেন।
হংকংয়ে করোনার সময় দুই বছর আটকে থাকা
কোভিড-১৯ মহামারির সময় আমি দুই বছর হংকংয়ে আটকে পড়েছিলাম। পরিস্থিতি এতটাই অনিশ্চিত ছিল, তখন ভ্রমণ প্রকল্পই ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম। তখন তো ভ্যাকসিনও ছিল না। জানতাম না এই রোগ কতটা ভয়ানক হতে পারে, কবে শেষ হবে। শুধু দেখছিলাম, সময় যেন ক্রমেই সব পরিকল্পনা গিলে খাচ্ছে। এই সময়েই জীবনের আরেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই। দীর্ঘদিনের প্রেমিকা লে-কে বিয়ে করি। যখন বিশ্ব আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে, একটি জাহাজে চেপে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হই।