
রাশিয়ার চেয়ে যুদ্ধবিরতি আলোচনায় কঠিন ইউক্রেন, ক্রিমিয়া ছাড়তে হবে কিয়েভকে: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে শান্তি আলোচনা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ এনেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ক্রিমিয়াকে রাশিয়ার অংশ বলে স্বীকৃতি দেবেন না, বলার পর ট্রাম্প এই অভিযোগ তোলেন। যুক্তরাষ্ট্রের তরফ থেকে এটি অনেকটাই স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, দেশটি ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবেই মানতে প্রস্তুত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, যুদ্ধ শেষ করার চুক্তি ‘খুব কাছাকাছি’ ছিল সবাই। কিন্তু জেলেনস্কির যুক্তরাষ্ট্রের শর্ত মানতে রাজি না হওয়া সংঘাতকেই কেবল ‘দীর্ঘায়িত’ করবে।
এর আগে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুদ্ধবিরতি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, এই যুদ্ধবিরতি বর্তমানে রাশিয়া ও ইউক্রেন ‘যেসব এলাকার নিয়ন্ত্রণ করছে সেখানে আছে সেখানেই স্থির করবে।’ তবে ইউক্রেন দীর্ঘদিন ধরে বলে আসছে, তারা ক্রিমিয়া ছাড়বে না। ২০১৪ সালে রাশিয়া উপদ্বীপটি দখল করে নেয়।
ভ্যান্স বলেন, এই চুক্তির মানে হলো—ইউক্রেন ও রাশিয়াকে ‘তাদের বর্তমান নিয়ন্ত্রণে থাকা কিছু এলাকা ছেড়ে দিতে হবে।’ ট্রাম্প প্রশাসন এখনো অবশ্য প্রকাশ্যে জানায়নি যে, ভৌগোলিকভাবে কী ধরনের ছাড় দিতে হবে।