১০ বছর পর আসছে রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে কামারের মনোলগ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ১২:২২

দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক শোকাবহ দিন ২৪ এপ্রিল। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন আইএলওর হিসাবমতে, ২০১৩ সালের এই দিনে সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩২ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় আড়াই হাজার মানুষকে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে ২০১৫ সালে নির্মাতা কামার আহমাদ সাইমন বানিয়েছেন ‘একটি সূতার জবানবন্দী’। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পূর্তির দিনে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। মাঝে কয়েকটি বিশেষ প্রদর্শনী হলেও নির্মাণের ১০ বছর পর দর্শকদের জন্য মুক্তি দেওয়া হচ্ছে সিনেমাটি।


পোশাকশিল্পের দুর্ঘটনা ও কর্মীদের মানবেতর জীবনযাপন নিয়ে তৈরি হয়েছে একটি সূতার জবানবন্দী। এর দৈর্ঘ্য ৫২ মিনিট। তবে একে প্রামাণ্যচিত্র বা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বলতে নারাজ নির্মাতা। কামার আহমাদ সাইমনের ভাষায় একটি সূতার জবানবন্দী হলো একটি অসমাপ্ত মনোলগ কোলাজ।


কামার আহমাদ সাইমন বলেন, ‘আকিরা কুরোসাওয়ার রাশোমনের (১৯৫০) অনুপ্রেরণায় একটি সূতার জবানবন্দী ৫২ মিনিটের একটি মনোলগ কোলাজ। আধুনিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক কাঠামোগত ব্যর্থতার সংখ্যার পেছনে মানুষের মুখ খুঁজে বের করার চেষ্টা। রানা প্লাজার পর আমাদের সমাজে যে ব্যাপক আলোচনা চলছিল, সেইটা নিয়ে একটা রিসার্চ করছিলাম। একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত সিনেমাটি বানানো যায়নি। কারণ অনেক, আমরা তখন নতুন করে সেলফ সেন্সরড হতে শুরু করেছিলাম। তা ছাড়া নিউ লিবারেল পুঁজির দাপটে গোটা কালচারাল ইন্ডাস্ট্রিই তখন এক অর্থে লুম্পেনাইজড। তাই এর রিসার্চ ম্যাটেরিয়াল জোড়া দিয়ে একরকম অসম্পূর্ণ একটা কোলাজ দাঁড় করেছিলাম, যেটাকে প্রামাণ্যচিত্র বা ফিচার সিনেমা কোনোটাই বলা যাবে না। আমি বলি অসম্পূর্ণ মনোলগ কোলাজ, দর্শক স্রেফ ছবি হিসেবে দেখতে পারেন।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও