বেড়াতে যাওয়ার আগে গাছের যত্নে যা করবেন

কালের কণ্ঠ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ১২:১২

বাড়ির বারান্দা, জানালা বা ছাদে সাজানো গাছগুলোর প্রতি আপনার যত্ন একেবারে সন্তানের মতো। নিয়ম করে পানি দেওয়া, রোদ-বাতাস বুঝে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো—সবই যেন গাছের ভালোর জন্য। তাই কয়েক দিনের জন্য কোথাও যেতে হলে মনে শান্তি থাকে না—যদি গাছগুলো শুকিয়ে যায়। তবে সহজ কিছু কৌশল মানলেই গাছ থাকবে নিরাপদ, আর আপনি ঘুরে আসতে পারবেন নিশ্চিন্তে—এক দিনের ভ্রমণ হোক বা দীর্ঘ ছুটি।


চলুন, জেনে নিই।


গাছ চিনে ব্যবস্থা নিন
প্রথমেই বুঝে নিন কোন গাছের কতটা রোদ, পানি ও আর্দ্রতা প্রয়োজন। সেই অনুযায়ী তাদের যত্নের পরিকল্পনা করুন।


পর্যাপ্ত পানি দিন
যাওয়ার আগের দিন গাছগুলোকে ভালো করে পানি দিন। যদি টবের নিচ দিয়ে পানি বের না হয়, তাহলে ড্রেনেজে সমস্যা। আগেই টব ঠিক করে নিন।


গাছগুলো একসাথে রাখুন
সব গাছকে কাছাকাছি রাখলে মাইক্রোক্লাইমেট তৈরি হয়, যা আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। বাথরুমের কাছে রাখলে আরও ভালো।


শুকনো পাতা ও ময়লা পরিষ্কার করুন
গাছের শুকনো পাতা, পোকামাকড় ছেঁটে ফেলুন। পাতা পরিষ্কার থাকলে সালোকসংশ্লেষ ভালো হয়, গাছও থাকে সতেজ।


সার দেওয়া বন্ধ
ঘুরতে যাবার ঠিক আগে সার দেবেন না। সার দিলে গাছের বৃদ্ধির গতি বেড়ে যায়। তখন বেশি যত্ন ও পানির দরকার হয়—যা ছুটির সময় সম্ভব না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও