ইংল্যান্ড থেকে চ্যাম্পিয়নস লিগে খেলবে কারা

প্রথম আলো প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৯

গোধূলিবেলা পার করছে ২০২৪–২৫ মৌসুম। শেষ মুহূর্তে লিগ শিরোপা লড়াইয়ের পাশাপাশি চলছে নানা হিসাব–নিকাশও। যেখানে সবচেয়ে বেশি আলোচনা আগামী মৌসুমে কারা চ্যাম্পিয়নস লিগে খেলবে তা নিয়ে। ইংল্যান্ড থেকে ৫টি দল চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে।


মূলত ইউরোপের শীর্ষ দুটি লিগ থেকে পাঁচটি করে দল চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ক্লাবগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হয় সেই সেরা দুটি লিগ, যে পারফরম্যান্সের ভিত্তিতে এবার শীর্ষ দুই লিগ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লা লিগা। চলতি মৌসুমে এই সুযোগ পেয়েছিল ইতালি ও জার্মানি; সেটি তারা এবার আর ধরে রাখতে পারেনি।


ইংল্যান্ড থেকে এরই মধ্যে চ্যাম্পিয়ন হতে যাওয়া লিভারপুলের পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত। লিভারপুলের পাশাপাশি দুই নম্বরে থাকা আর্সেনালের চ্যাম্পিয়নস লিগে খেলাও প্রায় নিশ্চিত।


৩৩ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৯। আর আর্সেনালের পয়েন্ট ৩৪ ম্যাচে ৬৭। এখানে লড়াইটা হবে মূলত পরের তিনটি স্থান নিয়ে, যেখানে আগামী কদিন লড়াই করবে অন্তত পাঁচটি দল—ম্যানচেস্টার সিটি, নটিংহাম ফরেস্ট, নিউক্যাসল, চেলসি ও অ্যাস্টন ভিলা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও