
সফটওয়্যার ইউনিট বিক্রি করে দিচ্ছে বোয়িং?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৫২
বোয়িংয়ের সফটওয়্যার কোম্পানি জেপেসেন নেভিগেশন ইউনিট অধিগ্রহণের জন্য আলোচনা করছে আমেরিকান প্রাইভেট ইকুইটি কোম্পানি থোমা ব্রাভো।
বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাত দিয়ে সোমবার মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, বোয়িংয়ের জেপেসেন ইউনিট কেনার জন্য ‘চুক্তির কাছাকাছি’ পৌঁছেছে থোমা ব্রাভো। এ নিয়ে এ সপ্তাহের শেষে ঘোষণা দিতে পারে কোম্পানি দুটি।
বোয়িংয়ের সিইও কেলি অর্টবার্গের পরিকল্পিত এ জেপেসেন বিক্রির লক্ষ্য হচ্ছে কোম্পানির কার্যক্রমকে সহজ করা ও এর খুব প্রয়োজনীয় নয়, এমন সব সম্পদ বিক্রি করে ঋণের বোঝা কমানো বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।