প্রায় ছয় বছর পর সরকারি ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের মাসিক বেতন নূন্যতম ৫৭০ ও সর্বোচ্চ এক হাজার ১০২ টাকা বাড়ানো হয়েছে।
গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় এক পরিপত্রে বিদ্যমান পাঁচ ক্যাটাগরির সঙ্গে আরও তিন ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। বর্তমানে সরকারি অফিসে প্রায় ৬০ হাজার ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে আরও ১০ হাজার আউটসোর্সিং কর্মী আছেন।
পরিপত্রে আরও বলা হয়েছে, আউটসোর্সিং করা জনবল বছরে দুটি উৎসব ভাতা, একটি নববর্ষ ভাতা ও প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক ছুটি নেওয়ার সুযোগ পাবেন।
নারীরা মাতৃত্বকালীন ছুটি পাবেন। সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার কথাও বলা হয়েছে।
স্থানভেদে তিন ধরনের বেতন কাঠামো আছে। সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ঢাকা মহানগর এলাকায় কর্মরতদের জন্য।