ক্রোমের যে ৩৫টি এক্সটেনশন নিয়ে নিরাপত্তা উদ্বেগ

প্রথম আলো প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ১৩:২১

গুগলের ক্রোম ওয়েব স্টোরে থাকা অন্তত ৩৫টি এক্সটেনশন নিয়ে সম্প্রতি গুরুতর নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। একটি গবেষণায় উঠে এসেছে, এসব এক্সটেনশন ব্যবহারকারীদের অজান্তে নানা রকম অনুমতি নিয়ে ওয়েব ব্যবহারে তথ্য সংগ্রহ করছে এবং তা একাধিক অজানা সার্ভারে পাঠাচ্ছে। ইতিমধ্যে এসব এক্সটেনশন ইনস্টল হয়েছে ৪০ লাখের বেশি যন্ত্রে।


ব্রাউজার এক্সটেনশন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সিকিউর অ্যানেক্স’-এর প্রতিষ্ঠাতা জন টাকনার এই এক্সটেনশনগুলোর গোপন কার্যক্রম শনাক্ত করেন। তিনি জানান, এসব এক্সটেনশনের আচরণ এতটাই সন্দেহজনক যে, কোনো সচেতন ব্যবহারকারী বা প্রতিষ্ঠান এগুলো ব্যবহার করবে এমনটা ভাবার সুযোগ নেই। এই এক্সটেনশনগুলো অতিরিক্ত অনুমতির সুযোগ নিয়ে ব্রাউজারে ট্যাব ব্যবস্থাপনা, ওয়েব অনুরোধে হস্তক্ষেপ, কুকি পড়া ও সংরক্ষণ, ওয়েবসাইটে স্ক্রিপ্ট চালানো এবং নির্ধারিত সময় অনুযায়ী কাজ চালানোর মতো সক্ষমতা অর্জন করে। এর ফলে ব্যবহারকারীর ওয়েব ব্রাউজিংয়ের প্রায় পুরো নিয়ন্ত্রণই এক্সটেনশনের হাতে চলে যায়। অথচ যেসব কাজের জন্য এসব এক্সটেনশন তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়, সেগুলোর জন্য এত অনুমতির প্রয়োজন পড়ে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও