You have reached your daily news limit

Please log in to continue


ট্রাম্প, জেলেনস্কিসহ যেসব বিশ্বনেতা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন

প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল ১০টায়। এ তথ্য জানিয়ে ভ্যাটিকান কর্তৃপক্ষ বলেছে, এর আগে বুধবার (আজ) সকাল ৯টায় পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় নেওয়া হবে। সমাহিত হওয়ার আগপর্যন্ত সেখানে মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবেন মানুষেরা।

ধারণা করা হচ্ছে, শনিবার প্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় আড়াই লাখ মানুষ উপস্থিত হতে পারেন। থাকবেন বিভিন্ন দেশের রাজা-বাদশাহ, রাষ্ট্র ও সরকারপ্রধানেরাও।

এরই মধ্যে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া এবং যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম।

বিশ্বনেতাদের মধ্যে আরও উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন পোপ ফ্রান্সিসের নিজের দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন