You have reached your daily news limit

Please log in to continue


কষ্টার্জিত জয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা

রবার্ট লেভাডফস্কি, রাফিনিয়ার মতো অনেকেই নেই। সামনে বেশ কদিনের জন্য জটিল সূচি। সে কারণেই প্রথম একাদশে রাখা হয়নি বেশ কিছু পরিচিত মুখকে। আগের ম্যাচ থেকে এদিনের খেলায় ছিল ৭ বদল। কিন্তু বার্সেলোনার খেলায় তার ছাপ পড়লো না মোটেই। বরং লা লিগায় প্রতিপক্ষের ওপর আক্রমণের নতুন রেকর্ড গড়লো গতরাতের ম্যাচে। মায়োর্কার বিপক্ষে ৪০টি শট নিয়েছে দলটা। 

তবে হ্যান্সি ফ্লিকের দলের দূর্ভাগ্যই বলতে হবে। ৪০ শট নিলেও গোল পেয়েছে মোটে ১টি। সেটাই অবশ্য তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল টেবিলের ৭ম স্থানে থাকা দলের বিপক্ষে। এই জয়ের পর মাদ্রিদের চেয়ে ফের ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত ১ ম্যাচ কম খেলেছে।

মায়োর্কার বিপক্ষে বার্সেলোনা ১-০ গোলে জয় পেলেও পুরোটা সময় জুড়ে দেখিয়েছে একচ্ছত্র দাপট। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ৪০টি শট নেয় বার্সেলোনা। এর ১৩টিই ছিল লক্ষ‍্যে। মায়োর্কা অবশ্য স্রোতের বিপরীতে একটা গোল পেয়েছিল ৪৫ মিনিটে। সেটা বাতিল হয়েছিল অফসাইডের কারণে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন