বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৫

সম্প্রতি মেয়াদোত্তীর্ণ হওয়া এলএনজি সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নে সম্মত হয়েছে কাতার।


এছাড়া বাংলাদেশের জন্য প্রস্তাবিত একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে কারিগরি বিষয়গুলোতে একসঙ্গে কাজ করতে চায় দেশটি।


মঙ্গলবার (২২ এপ্রিল) দোহায় আর্থনা সামিটের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এ প্রতিশ্রুতি দেন।


তিনি বলেন, আমরা বাংলাদেশের পাশে থাকতে চাই এবং তা চালিয়েও যাবো।


প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।


তিনি জানান, ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও কাতার একটি গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট (জি টু জি) এলএনজি সেল পারচেজ এগ্রিমেন্ট (এসপিএ) সই করে, যার আওতায় ১৫ বছরের জন্য বছরে ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি (এমটিপিএ) আমদানি হচ্ছে। এ চুক্তির আওতায় প্রতিবছর ৪০ কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে। এরপর ২০২৩ সালের জুনে আরও একটি এসপিএ সই হয়, যার আওতায় ২০২৬ সালের জানুয়ারি থেকে আরও বছরে ১ দশমিক ৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহের কথা রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও