প্রবাসী বাংলাদেশিদের ভোটগ্রহণ কোন পদ্ধতি হবে তা নিয়ে তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলের প্রতিনিধিসহ অংশীজনদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন।
চলতি মাসের শেষ দিকে দুই দিনব্যাপী এ আয়োজনে প্রায় ৪০০ অংশীজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হতে পারে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার সংলাপে উপস্থিত থাকবেন।
তার আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকলজি-এমআইএসটির প্রতিবেদন নিয়ে বুধবার বসছে নির্বাচন কমিশন-ইসি।
প্রবাসীদের ভোট নেওয়ার লক্ষ্যে সম্ভাব্য তিন পদ্ধতি- পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং নিয়ে নির্বাচন কমিশন ৮ এপ্রিল কারিগরি বিশেষজ্ঞদের মতামত নিয়েছিল।