
৩৪ ঘণ্টা পর অনশন ভাঙল শিক্ষার্থীরা, ১৫ বছর পর চবি চারুকলা ফিরছে ক্যাম্পাসে
ডেইলি স্টার
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তনের দাবিতে শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ ঘণ্টার অনশন অবশেষে ভাঙাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছর পর ইনস্টিটিউটের কার্যক্রম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছে।
মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত চলা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় এবং রাত ১১টায় শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা জানানো হয়। আজ বুধবার থেকেই চারুকলা ক্যাম্পাসে স্থানান্তরের কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপ-উপাচার্য (একাডেমি) অধ্যাপক ড. শামীম উদ্দিন।
এদিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো:
- চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু করবে।
- চারুকলা ইনস্টিটিউটের বর্তমান স্থাপনাসমূহ, আর্কাইভ, আর্ট গ্যালারি, চারুকলার প্রদর্শনীসমূহ, ব্যবহারিক ল্যাব ও ছাত্রাবাসের কাজে ব্যবহার করা হবে।
- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড্রয়িং ও পেইন্টিং, প্রিন্ট মেকিং, সিরামিকস- এই চারটি নতুন বিভাগ নিয়ে চারুকলা অনুষদ চালু হবে।
- চট্টগ্রাম শহরে বিশ্ববিদ্যালয়ের আয়ত্তাধীন চারুকলার সকল সম্পদ রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
- চারুকলা ইনস্টিটিউটের সম্পত্তি দখল বা বেদখলের সাথে বিশ্ববিদ্যালয়ের কেউ সম্পৃক্ত থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- চারুকলা ইনস্টিটিউটের সম্পত্তির বিষয়ে সরকারি গেজেট ও সংশ্লিষ্ট কাগজপত্রের অপব্যাখ্যা, মনগড়া তথ্য প্রচার ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রকৃত অবস্থা থেকে আড়ালে রাখার সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করার জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন।