You have reached your daily news limit

Please log in to continue


কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসি মুহাম্মাদ মাছুদের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। এসময় শিক্ষার্থীরা শাহবাগ চার রাস্তার মোড় আটকে বিভিন্ন স্লোগান দেন। এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, আমাদের এক দফা এক দাবি। কুয়েটের ভিসির পদত্যাগ।

ইনফরমেশন সাইন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের আন্দোলনকারী শিক্ষার্থী মুশফিকুজ্জামান বলেন, রক্তে ঝরা বাংলাদেশে ভালোভাবে কোনো অধিকার আদায় হয় না, তাই বাধ্য হয়ে আমরা এই পথ বেছে নিয়েছি। কিছু সময়ের জন্য জনদুর্ভোগ হলেও এর মাধ্যমে যদি দালাল ভিসির পদত্যাগ হয়, তাহলে তা কুয়েটসহ সব ক্যাম্পাসের জন্য আশার বাণী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন