১০০ ফুট লম্বা, বিশ্বের সবচেয়ে দৈর্ঘ্যের গাড়ি

জাগো নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ২২:১৭

বিশ্বের সবচেয়ে লম্বা এই গাড়ি। যার দৈর্ঘ্য ১০০ ফুট। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে এই গাড়ি। এই গাড়ির রয়েছে ৭৫ জনেরও বেশি বসার জায়গা, ২৬টি চাকা।


এই সুপার লিমো বানিয়েছেন এক মার্কিন ব্যক্তি। কার কাস্টমাইজার জে ওহরবার্গ নামের এই ব্যক্তি অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন। বিশ্বের দীর্ঘতম গাড়ি তৈরি করে ফেলেছেন তিনি।


এই সুপার লিমোর নাম দেওয়া হয়েছে ‘দ্য আমেরিকান ড্রিম’। কী নেই এই গাড়ির ভেতর! এতে রয়েছে ২৬টি চাকা, দুটো দুরন্ত ভি৮ ইঞ্জিন যা সামনে ও পেছনে বসানো রয়েছে।


এই গাড়ির ভেতরেই রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাড, ছোট গলফ মাঠ, ফ্রিজ, টেলিফোনের সুবিধা, আর সবচেয়ে বড় কথা এই গাড়িতে বসতে পারেন ৭৫ জনেরও বেশি মানুষ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও