কলার মোচা দিয়ে পুঁটি মাছের শুঁটকির ব্যঞ্জন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ২২:১১

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।


উপকরণ



  • কলার মোচা একটি

  • পুঁটি মাছের শুঁটকি ১০-১২টি

  • পেঁয়াজ কুচি ৩টি

  • রসুন কুচি ১টি

  • কাঁচামরিচ ৫-৬টি

  • হলুদ-গুঁড়া ১ চা-চামচ

  • মরিচ-গুঁড়া ১ চা-চামচ

  • ধনে-গুঁড়া ১ চা-চামচ

  • লবণ স্বাদ মতো

  • পানি পরিমাণ মতো

  • তেল ৪ টেবিল-চামচ


পদ্ধতি



  • প্রথমে কলার মোচার ফুলগুলো বেছে নিন। এতে শক্ত কাঠির মতো দণ্ড থাকে, সেটা ফেলে দিন।

  • তারপর ফোটানো গরম পানিতে ভাপিয়ে নিন।

  • শুঁটকি মাছ হালকা ভেজে পানিতে ধুয়ে নিন।

  • চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি নেড়ে চেড়ে শুটকি মাছ ও কলার মোচা দিয়ে কষিয়ে নিন।

  • তারপর একে একে সব উপকরণ দিয়ে অল্প একটু পানি যোগ করে ঢেকে রান্না করুন।

  • সিদ্ধ হয়ে মাখা মাখা হলে নামিয়ে নিন।

  • সুন্দর একটা পাত্রে পরিবেশন করুন মজাদার কলার মোচা দিয়ে পুঁটি মাছের শুঁটকির তরকারি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও