You have reached your daily news limit

Please log in to continue


রেস্তোরাঁ থেকে মার্কিন মন্ত্রীর ব্যাগ চুরি

চোরের কবলে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য ক্রিস্টি নোয়েম। রেস্তোরাঁয় খেতে গিয়ে তিন হাজার ডলার ও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ তার হ্যান্ডব্যাগ চুরি হয়েছে। 

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার রাজধানী ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে যান হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট মন্ত্রী ক্রিস্টি নোয়েম। সেখান থেকেই তার ব্যাগটি চোরে নিয়ে যায়।

সোমবার ব্যাগ চুরির বিষয়টি নিশ্চিত করেন ক্রিস্টি নোয়েম। ব্যাগটিতে তিন হাজার ডলার ছাড়া তার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এর বিশেষ ব্যাজ, মেকআপ ব্যাগ, একটি চেকবই ও ব্যক্তিগত ওষুধের মতো কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল।

নোয়েমের নিরাপত্তার দায়িত্বে আছে সিকিউরিটি সার্ভিস। তারা ক্যাপিটাল বার্গার নামের ওই রেস্তোরাঁর নজরদারি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে। এতে দেখা গেছে, মুখে মাস্ক পরা অজ্ঞাত এক ব্যক্তি তার ব্যাগ চুরি করছেন এবং রেস্তোরাঁ থেকে বেরিয়ে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন