শেয়ারবাজারে বিনিয়োগের কথা কখনো ভাবেননি কাও মিনজিয়ে। কিন্তু চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য রকম এক যুদ্ধ দেশপ্রেমিক হিসেবে তাঁকে বিনিয়োগকারীর খাতায় নাম লিখিয়েছে। চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের গৃহসজ্জাবিদ কাওয়ের মতো বহু ক্ষুদ্র বিনিয়োগকারীকে শেয়ারবাজারে টেনে এনেছে বারুদের গন্ধবিহীন এই যুদ্ধ।
বাণিজ্যযুদ্ধ নামে এর মধ্যেই পরিচিতি পাওয়া এই যুদ্ধের শুরু হল সেদিন, যেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাণিজ্যের ইতিহাসে নজিরবিহীন এক কাণ্ড করে বসলেন! মূলত চীনকে টার্গেট করে কয়েক ডজন দেশের ওপর ব্যাপক হারে শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। কিন্তু সেটাকে গ্রহণযোগ্য করতে নাম দেন ‘পাল্টা শুল্ক’ এবং ঘোষণার দিন ২ এপ্রিলকে ‘লিবারেশন ডে’ বা মুক্তির দিন ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাণিজ্যযুদ্ধ ঘোষণার সেই দিনেই বাজারে ঢোকার সিদ্ধান্ত নেন কাও মিনজিয়ে। দেশের অর্থনীতি বাঁচানোর লড়াইয়ে শামিল হতে প্রতি মাসে দুই হাজার ইউয়ান (প্রায় ২৭৪ ডলার) চীনের শেয়ারবাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নেন তিনি।
কাও জানান, ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর চীনা শেয়ারবাজারে ধস নামলে তিনি ব্রোকারেজ হাউসে নিজের অ্যাকাউন্ট খুলে ফেলেন। কাও বলেন, ‘আমার উদ্দেশ্য মুনাফা নয়। এটা আমার দেশের জন্য কিছু করা। এই বাণিজ্যযুদ্ধে প্রতিটি নাগরিকের উচিত শেষ পর্যন্ত দেশের পাশে থাকা।’