You have reached your daily news limit

Please log in to continue


অসুস্থতার ভুয়া খবরে বিব্রত ববিতা

গত সোমবার হঠাৎ ছড়িয়ে পড়ে গুজব—ববিতা অসুস্থ! ফরিদা আক্তার ববিতা নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাতে ক্যানুলা লাগানো একটি ছবি। ফলে অনেকে বিশ্বাস করেন ববিতা অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সে খবর। তবে ববিতা গণমাধ্যমকে জানালেন, তিনি সুস্থ আছেন। এ ফেসবুক অ্যাকাউন্ট তাঁর নয়। এমনকি, তিনি ফেসবুক ব্যবহার করেন না। অসুস্থতার ভুয়া খবর ছড়ানোয় বিব্রত অভিনেত্রী।

ববিতা বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না, এটা আগেও বলেছি। তারপরও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো, এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি। আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায়—তা শনাক্ত করা যায়নি।’

শুধু এবারই প্রথম নয়, এর আগেও একাধিক ভুয়া খবর ছড়ানো হয়েছিল ওই ফেক অ্যাকাউন্ট থেকে। এমনকি মৃত্যুর খবরও ছড়ানো হয়েছিল। ববিতা বলেন, ‘এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন, এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয়স্বজনের মনের কী অবস্থা হয়! আমি আসলে এ বিষয়ে কী করব, বুঝে উঠতে পারছি না। হাল ছেড়ে দিয়েছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন