
বদলে যাচ্ছে অস্কার, ৯৮তম আসরের তারিখ ঘোষণা
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৯৮তম অস্কারের জন্য পুরস্কার নীতিমালা ও প্রচারণা সম্পর্কিত নতুন নিয়মাবলি প্রকাশ করেছে। যার ফলে অনেক পরিবর্তন আসবে। সেইসঙ্গে ঘোষণা করা হয়েছে নতুন বছরের অস্কার অনুষ্ঠানের তারিখ। সবকিছু ঠিক থাকলে ৯৮তম অস্কারের আসর বসবে আগামী বছরের ১৫ মার্চ।
নতুন ঘোষণায় অস্কারে অন্যতম বড় পরিবর্তন হলো, কোনো বিভাগে চূড়ান্ত রাউন্ডে ভোট দিতে হলে অ্যাকাডেমির সদস্যদের সেই বিভাগের সব মনোনীত ছবি দেখা বাধ্যতামূলক। এই নিয়মটি সঠিক ও সচেতনভাবে ভোটদান নিশ্চিত করতে চালু করা হয়েছে।
এ বছরই প্রথমবারের মতো দেওয়া হবে কাস্টিং ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এই পুরস্কারের জন্য দুটি ধাপে নির্বাচন হবে। প্রথমে ১০টি ছবির একটি শর্টলিস্ট তৈরি হবে, এরপর শর্টলিস্ট করা কাজগুলো উপস্থাপন করা হবে একটি ‘বেক-অফ’ সেশনে। সেখানে প্রশ্নোত্তরের মাধ্যমে কাস্টিং ডিরেক্টরদের সাথে মতবিনিময় করবেন সদস্যরা।
অ্যাকাডেমি এবার আনুষ্ঠানিকভাবে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের বিষয়টিও নীতিমালায় যুক্ত করেছে। তারা জানিয়েছে, কোনো চলচ্চিত্রে এআই বা অন্যান্য ডিজিটাল টুল ব্যবহৃত হলেও তা পুরস্কার পাওয়ার সম্ভাবনাকে সহায়তা বা ক্ষতিগ্রস্ত করবে না। বরং পুরস্কার প্রদানে গুরুত্ব দেওয়া হবে সেই সিনেমায় মানবিক সৃষ্টিশীলতা কতটা ছিল।
- ট্যাগ:
- বিনোদন
- অস্কার ট্রফি