যে কারণে নায়িকা শাবানা হঠাৎ দেশ ছেড়েছিলেন

যুগান্তর প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ২১:৪৪

বাংলা সিনেমার কিংবদন্তি নায়িকা শাবানার অভিনয়যাত্রা শুরু হয়েছিল ষাটের দশকের গোড়ায়। এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে তিনি প্রথম অভিনয় করেন, তখন তিনি ক্লাস ফাইভে পড়তেন। এরপর পাঁচ বছর পর নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে ‘চকোরী’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন নায়ক নাদিম। 


অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হন তিনি এবং এসএস প্রোডাকশনের ব্যানারে একাধিক সফল সিনেমা প্রযোজনা করেন, যেখানে দেশের বাইরেও শিল্পীরা অংশ নেন।


নব্বই দশকের শেষ দিক পর্যন্ত টানা অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান শাবানা। তখনই হঠাৎ করেই অভিনয় থেকে সরে দাঁড়ান এবং যুক্তরাষ্ট্রে চলে যান। তার এই আকস্মিক দেশত্যাগে বিস্মিত হয়েছিলেন ভক্ত-অনুরাগী ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট সবাই। বর্তমানে তিনি ২৫ বছর ধরে অভিনয়জগৎ থেকে দূরে এবং স্বামী-সন্তান, নাতি-নাতনিদের নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন।


বাংলাদেশে মাঝেমধ্যে এলেও সাম্প্রতিক কয়েক বছরে আর আসা হয়নি। দেশের কথা এখনো মনে পড়ে, তাই আগে মাঝে মাঝে এক-দুই মাসের জন্য দেশে ফিরে প্রিয়জনদের সঙ্গে দেখা করতেন এবং প্রয়োজনীয় কাজ সেরে আবার ফিরে যেতেন যুক্তরাষ্ট্রে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও