ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলার যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা ঠিক নয়।
একটি প্রকল্পের আওতায় ওই স্মৃতিসৌধের আধুনিকায়ন হচ্ছে বলে জানিয়েছে স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণকারী গণপূর্ত অধিদপ্তর।
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে, এমন কিছু পোস্ট দুইদিন ধরেই ফেইসবুকে ছড়াচ্ছে। অনেকে ‘ভাঙা’ স্মৃতিসৌধের সামনে দাাঁড়িয়ে ফেইসবুকে লাইভও দেন। এরপরই বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।
মিরপুরে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি নিয়ে তার কাছেও অনেকে ফোন করে জানতে চেয়েছেন।
রাশেদ আহসান বলেন, ‘ঢাকাস্থ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকায়ন’ নামের একটি প্রকল্পের আওতায় একটি দুই তলা মাল্টিপারপাস ভবন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, মূল স্মৃতিসৌধের জরাজীর্ণ ইটের গাঁথুনি পরিবর্তন, সামনের প্লাজার জরাজীর্ণ পেভমেন্টের ইট এবং টাইলসের পরিবর্তন করা হবে।
“এতে স্মৃতিসৌধের মূল নকশার কোনো পরিবর্তন করা হবে না। বর্তমান যে নকশা আছে তাতেই স্মৃতিসৌধের আধুনিকায়ন করা হবে।”