You have reached your daily news limit

Please log in to continue


দেশের ভালো কাজের ৭০ ভাগই করেছে বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, ‘দেশের জন্য, মানুষের জন্য কেউ বা কোন দল ভালো কিছু করতে চাইলে সেটির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। দেশে যত ভালো কাজ হয়েছে, তার ৭০ ভাগই বিএনপি করছে।’ আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যেটি আমি গত আট মাস আগেই বলেছিলাম। অনেক অদৃশ্য শক্তি ও ক্ষমতা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে।’ এ সময় যেসব নেতা-কর্মীর কাজকর্ম সাধারণ মানুষ সমর্থন করে না, তাঁদের দল থেকে তাড়িয়ে দেওয়া নির্দেশ দেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী এমন একটি দল, যার ধারাবাহিক ও ঐতিহ্য আছে। কোটি কোটি মানুষ এই দলটির প্রতি আস্থা ও ভরসা রাখে। এই আস্থা ও ভরসা রাখার কারণেই বহু মানুষকে স্বৈরাচারের অত্যাচার ও জেল, জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে। তারপরও বিএনপিকে টিকে রাখতে তাঁরা ঝান্ডা হয়ে দাঁড়িয়ে ছিলেন। আমরা এমন সময় ৩১ দফা ঘোষণা করছি। যখন কেউ স্বৈরাচারে বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আমরা সেই স্বৈরাচারের রক্ত চক্ষু অপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছিলাম। এখন যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধ না হই, তাহলের ৩১ দফা বাস্তবায়ন হবে না। ৩১ দফা বাস্তবায়ন না হলে গত ১৫ বছরের অত্যাচার, জুলুম নির্যাতন সবকিছু বৃথা হয়ে যাবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন