
৪ ঘণ্টা মানুষকে ভুগিয়ে সড়ক ছাড়ল দুই কলেজের শিক্ষার্থী
অবশেষে দীর্ঘ ৪ ঘণ্টা পর স্বস্তি ফিরেছে সায়েন্সল্যাবে। দুপুরে শুরু হওয়া ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শেষে বিকেল ৪টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এরপর যানচলাচল শুরু হয়েছে মিরপুর সড়কে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে এমন চিত্র দেখা গেছে।
এর আগে, বেলা পৌনে ১২টার দিকে অপ্রত্যাশিতভাবে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার পর মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এ সময় উভয় কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উভয় কলেজের শিক্ষকরা দফায়-দফায় চেষ্টা চালান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় সবশেষ বিকেল ৪টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।