
ফের সংঘাতে ঢাকা ও সিটি কলেজের ছাত্ররা
এক সপ্তাহের ব্যবধানে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ফের সংঘাতে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা।
নিউ মার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছে গিয়ে ইট পাটকেল ছুড়তে শুরু করলে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।
ওসি মোহসিন উদ্দিন বলেন, “সোমবার নাকি ঢাকা কলেজের এক ছেলেকে সিটি কলেজে ছাত্ররা মেরেছে। মঙ্গলবার ওই ঘটনার বদলায় ঢাকা কলেজের ছাত্ররা সিটি কলেজের ছাত্রকে মারধর করলে সংঘাতের সূচনা হয়।”
শিক্ষার্থীদের সংঘাত হলেও ওই এলাকার রাস্তায় যান চলাচল ‘স্বাভাবিক রয়েছে’ বলে জানিয়েছের পুলিশের এই কর্মকর্তা।
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঘনঘন উত্তেজনা ও সংঘর্ষে ভুগতে হতে হয় আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের। এ ধরনের ঘটনায় তারা বিরক্ত সবাই।
সেখানকার একটি হাসপাতালের ওষুধের দোকানের কর্মী রিয়াজুল ইসলাম ফেইসবুকে লিখেছেন, "পড়াশোনা শিখে এগুলি সব অমানুষ হয়েছে। দুইদিন পরপর নিজেদের জাত চেনায়।"