
১২ দিনে দাম দ্বিগুণ, তদন্তেই ঘাটতি
পুঁজিবাজারে একাধিক নজিরবিহীন অস্বাভাবিকতার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। মাত্র ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এ সময় শেয়ারের দৈনিক লেনদেন বেড়েছে ২০ গুণের বেশি। এমন অস্বাভাবিক পরিবর্তন কোনো মৌলিক কারণে হয়েছে বলে সংশ্লিষ্ট কেউ বিশ্বাস করছেন না; বরং বাজারে গুঞ্জন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে দাম বাড়িয়ে মুনাফা তুলে নিয়েছে।
এ পরিস্থিতিতে কোম্পানিটির শেয়ার লেনদেন নিয়ে ডিএসই কর্তৃপক্ষ একটি তদন্ত পরিচালনা করে। তবে সেই তদন্ত প্রতিবেদনে একাধিক অসংগতি ধরা পড়ে, বিশেষ করে তিনটি সন্দেহজনক বিও হিসাবের ভূমিকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সম্পন্ন হওয়া লেনদেনের তথ্য সেখানে অনুপস্থিত ছিল। ফলে সেই প্রতিবেদনকে অসম্পূর্ণ ও দুর্বল হিসেবে বিবেচনা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে।
তদন্ত প্রতিবেদনেই ঘাটতি
ডিএসইর দেওয়া তদন্ত প্রতিবেদন ঘাটতিপূর্ণ বলে মনে করছে বিএসইসি। সম্প্রতি ডিএসইর সিআরওকে পাঠানো চিঠিতে কমিশন জানায়, প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের পরিষ্কার ব্যাখ্যা দেয়নি, বিশেষ করে সন্দেহজনকভাবে সক্রিয় বিও হিসাবগুলোর ভূমিকা অনুপস্থিত। তাই ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ ব্যাখ্যাসহ নতুন প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, বিএসইসির গত ১৭ ফেব্রুয়ারির চিঠির ভিত্তিতে ডিএসই ২৫ মার্চ যে প্রতিবেদন দেয়, তাতেও তিনটি সক্রিয় বিও আইডি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের একটি লেনদেনের বিবরণ ছিল না।