সংলাপে নতুন প্রস্তাবও আসছে: আলী রীয়াজ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৪

পাঁচ সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে সংলাপে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নতুন প্রস্তাবও আসছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।


তিনি বলেছেন, “আলোচনায় নতুন প্রস্তাব এসেছে। সেগুলো নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। কারণ, এগুলো জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এসেছে কমিশনগুলোর কাছ থেকে।”


মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে তৃতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।


গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে।


এরপর সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে ঐকমত্য কমিশন।


আলী রীয়াজ বলেন, “এ সমস্ত সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা সিদ্ধান্ত- কেবলমাত্র এ টেবিল (সংলাপ) থেকে হতে পারবে না। কারণ সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে নীতিনির্ধারকরা অংশগ্রহণ করবেন। আশা করছি কবে তা জানতে পারব শিগগিরই।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও