আজিজুল হাকিমের পরিচালনায় ঈদনাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন চাঁদনী। নাটকের নাম ‘তুমি আমি ও সে’। নাটকটি লিখেছেন আজিজুল হাকিমের স্ত্রী অভিনেত্রী ও পরিচালক জিনাত হাকিম।
নিয়মিত টুকটাক অভিনয় চালিয়ে গেলেও পরিচালনা থেকে দূরে ছিলেন অভিনেতা আজিজুল হাকিম। বিরতির পর নির্মাণ প্রসঙ্গে আজিজুল হাকিম জানান, মাঝখানে বেশ কয়েকবার নাটক নির্মাণের প্রস্তুতি নিলেও হয়ে ওঠেনি।
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে নাটক পরিচালনা করি। একসময় দেখা যেত, বছরে বেশ কয়েকটি কাজ একসঙ্গে করতাম। আলাদা করে সময়টা বের করা হতো না। কিন্তু পরিচালনায় যথেষ্ট সময় দিতে হয়। আমাদের এখানে নির্মাণকাজের পুরোটাই ডিরেক্টরকে চাপ নিয়ে করতে হয়। অভিনয়ে সেটা নেই। পরিচালনা করতে গেলে একজন ডিরেক্টরই ক্যাপ্টেন অব দ্য শিপ। সব দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করার সুযোগটা কম হয়। তবে ইচ্ছা রয়েছে মাঝেমধ্যেই নির্মাণ করার।’
‘তুমি আমি ও সে’ যুক্তরাষ্ট্র থেকে আসা এক ব্যক্তির গল্প। দেশে এসে এক মেয়ের প্রেমে পড়েন তিনি। কিন্তু ছেলেটির পরিবার চায়, যুক্তরাষ্ট্রেরই কোনো মেয়েকে তিনি বিয়ে করুন। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব।