You have reached your daily news limit

Please log in to continue


ইতালীয় সংবাদপত্রের সঙ্গে বিক্রি হচ্ছে এআই দিয়ে লেখা ক্রোড়পত্র

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অনেক কিছুই লেখা যায়। এআই বিভিন্ন বই সম্পর্কে যেমন পর্যালোচনা লিখতে পারে, তেমনি বিভিন্ন বিষয়ে লিখতে পারে। লেখালেখি বা সাংবাদিকতায় নানাভাবে এআই ব্যবহার করার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ইতালীয় একটি সংবাদপত্র এআই ব্যবহার করে নতুন একটি চমক তৈরি করেছে।

ইল ফোগলিও নামের একটি পত্রিকা বিশ্বে প্রথমবারের মতো এআই দিয়ে তৈরি ক্রোড়পত্র প্রকাশ করছে। এক মাসের জন্য চার পৃষ্ঠার একটি দৈনিক ক্রোড়পত্র প্রকাশ করেছে পত্রিকাটি। ক্রোড়পত্র পুরোটাই এআই দিয়ে লেখা। সাধারণ সংবাদপত্রের অংশ হিসেবে বিক্রি করা হয়েছে। পরীক্ষামূলকভাবে ক্রোড়পত্র প্রকাশ করা হলেও বেশ সাফল্য পেয়েছে পত্রিকাটি। এআই দিয়ে ক্রোড়পত্র তৈরি করে ছাপানো সংবাদপত্র বিক্রি বৃদ্ধি পেয়েছে। পত্রিকার সম্পাদক ক্লাউদিও সেরাসার ভাষ্য থেকে জানা যায়, এখন থেকে ছাপা পত্রিকার সঙ্গে এআই দিয়ে লিখিত একটি আলাদা বিভাগ সপ্তাহে একবার প্রকাশ করা হবে। ইল ফোগলিও পত্রিকায় এখন ২২ জন কর্মী কাজ করছেন। আকারে ছোট রক্ষণশীল সংবাদপত্রে জ্যোতির্বিদ্যা বিষয় নিবন্ধের মতো যেসব ক্ষেত্রে সংবাদপত্র বা সাংবাদিকদের দক্ষতা নেই, সেসব বিষয়ে মাঝেমধ্যে নিবন্ধ লিখতে এআই ব্যবহার করা হবে।

পত্রিকার সম্পাদক জানিয়েছেন, এআই প্রোগ্রাম চালু করলেও নিউজরুমে কোনো সাংবাদিকের চাকরি হারানোর ভয় নেই। সম্পাদক সেরাসা জানান, কিছু প্রকাশক এআইকে কম সাংবাদিক ও বেশি যন্ত্র ব্যবহারের উপায় হিসেবে দেখছেন, যা আসলে বড় ভুল ও আত্মঘাতী। মূল বিষয় হচ্ছে, আপনি এআই দিয়ে বেশি করতে পারেন, তা বোঝা প্রয়োজন। এআই এমন লোকদের জন্য চাকরি তৈরি করবে, যাঁরা সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করতে ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করতে জানেন। এআইয়ের ব্যবহার সাংবাদিকদের আরও গভীরভাবে অনুসন্ধান করতে ও আরও মৌলিক হতে বাধ্য করে উচ্চ মানের সাংবাদিকতাকেও উৎসাহিত করবে। লেখকদের আরও সৃজনশীল ও লেখার সঙ্গে সম্পর্ক তৈরির জন্য নতুন উপাদান খুঁজে বের করতে বাধ্য করবে এআই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন