গাজায় চিকিৎসাকর্মী হত্যায় ‘পেশাগত ব্যর্থতা’ খুঁজে পেল ইসরায়েলি সেনাবাহিনী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ২১:০০

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত মাসে গাজায় জরুরি সেবাকর্মীদের ওপর হামলার ঘটনা ‘একাধিক পেশাগত ব্যর্থতার’ কারণে হয়েছে বলে তাদের পর্যালোচনায় উঠে এসেছে, এবং এ ঘটনায় এক কমান্ডারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরের কাছে গত ২৩ মার্চ একই স্থানে তিনটি আলাদা গুলির ঘটনায় ওই ১৫ প্যারামেডিক ও উদ্ধারকর্মীরা নিহত হন। তাদের মরদেহ বালির নিচে চাপা দিয়ে রাখা হয়েছিল।


এক সপ্তাহ পর জাতিসংঘ ও ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের কর্মকর্তারা ওই মরদেহগুলো উদ্ধার করেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও