
নেপালে দ্বিতীয় ম্যাচেও হার কাবাডির মেয়েদের
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ২০:৫৭
নেপালের বিপক্ষে কাবাডি সিরিজ খেলতে গেছে বাংলাদেশ নারী দল। ললিতপুরে পরপর দুই ম্যাচেই হেরেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ তীব্র লড়াই করে হেরেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্বাগতিক মেয়েরা জিতেছে ২৯-২২ পয়েন্টে। এ জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নেপাল।
ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত ম্যাচে আগের দিনের ছন্দ এই ম্যাচেও ধরে রাখে নেপালের খেলোয়াড়রা। শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল তারা।
- ট্যাগ:
- খেলা
- কাবাডি বিশ্বকাপ