
পাত্র-পাত্রীর খোঁজে রচনার দরবারে বিবাহযোগ্যরা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ২০:৫৪
দর্শকদের মাঝে চর্চায় থাকে জনপ্রিয় গেম শো ‘দিদি নম্বর ওয়ান’। বিশেষ করে মহিলা মহলে এই শো-এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। আর এ শো-এর সঞ্চালিকা রয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। এবার ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে হয়ে গেল ‘পাত্র-পাত্রী Special’ পর্ব।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে পোস্ট করা নতুন প্রোমোতে উঠে এসেছে ‘পাত্র-পাত্রী Special’ পর্বের বিষয়টিই।
প্রমোর শুরুতেই ব্য়াকগ্রাউন্ড ভয়েসওভারে বলা হচ্ছে, ‘সামনেই বিয়ে নো টেনশন, আছে তো আপনার পাশে দিদি নম্বর ওয়ান।’ আর এরপরই হাত জোর করে দেখা দেন রচনা ব্যানার্জি। ফের ভয়েস ওভারে বলা হয়, ‘পাত্র-পাত্রীর খোঁজে হয়রান! দিদির কাছে আছে তার সুলুক সন্ধান।’