ফেসবুকে ক্যানুলার ছবি, ববিতা জানালেন ভালো আছেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ২০:৫৩

দেশে ফিরে বিশ্রাম নিচ্ছেন অভিনেত্রী ববিতা। চলচ্চিত্র থেকে অবসর নেওয়া এই অভিনেত্রী এখন যাপন করছেন পারিবারিক জীবন। কিছু দিন হলো কানাডা থেকে দেশে ফিরেছেন। আজ ফেসবুক আইডিতে দেখা যায় ক্যানুলা ফুটানো একটি হাতের ছবি। তা দেখে ভক্তদের মধ্যে ছড়ায় উদ্বেগ, অভিনেত্রী কি তবে অসুস্থ!


আজ (২১ এপ্রিল) সোমবার ক্যানুলা লাগানো হাতের ছবি পোস্ট করা হয় ফরিদা আক্তার ববিতা (পপি) নামের একটি ফেসবুক আইডি থেকে। অনেকের ধারণা আইডিটি ববিতার কাছের কেউ পরিচালনা করেন। ওই ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘এবার দেশে এসে, বেশির ভাগ সময় ঘরবন্দি হয়ে পড়েছি। তাই অসুস্থতা পিছু ছাড়ছে না।’ যোগাযোগ করা হলে তার এক মুখপাত্র জানান, ববিতা ভালো আছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও