দুই কন্যার বাইরে পড়ানো নিয়ে অনেক কথা শুনেছি: অভিনেত্রী ছন্দা

প্রথম আলো প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ২০:৫৩

দুই মেয়ে তখন ঢাকার একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। ব্যস্ততায় তাদের দেখাশোনা নিয়ে বেশ বিপাকেই পড়ে যান অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। অনেক সময় শুটিং বাতিল করতে হতো। কখনো শুটিং থেকে বিরতি নিয়ে স্কুলে যেতে হতো বাচ্চাদের আনতে। এমনও হয়েছে, মায়ের শুটিংয়ের জন্য যমজ বাচ্চা দুটি নানির বাড়িতে। এভাবে মেয়েদের নিজের মনের মতো সময় দিতে পারছিলেন না। তাই সিদ্ধান্ত নেন, তাদের দেশের বাইরের কোনো বোর্ডিং স্কুলে পড়াশোনা করাবেন। সেই সিদ্ধান্ত নিতে গিয়ে পরিবার, সহকর্মীসহ অনেকের মুখে নানা কথা শুনতে হয়েছে।


অভিনেত্রী ছন্দার দুই মেয়ে টাপুর ও টুপুর। তাঁরাও মায়ের মতো অভিনয়ের জগতে এসেছেন। নাম লিখিয়েছেন সিনেমায়। তবে শখের বসে এই অভিনয় শুধুই পড়াশোনার ফাঁকে। ছুটিতে দেশে এলেই তাঁদের বড় বা ছোট পর্দায় পাওয়া যেত। পড়াশোনায় ব্যস্ত সেই টাপুর ও টুপুর এবার ভারত থেকে পড়াশোনা শেষ করে এখন অপেক্ষা রয়েছেন ফলাফলের। বর্তমানে তাঁরা দেশেই রয়েছেন। তাঁদের মা ছন্দা জানালেন, তাঁদের আপাতত ভারতে পড়াশোনার পর্ব শেষ। এই সময় তিনি ফিরে গেলেন মেয়েদের দেশের বাইরে পড়াশোনা করানোর ‘কঠিন’ দিনগুলোতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও