
ইসরায়েলি গাদতের সিনেমা লেবাননে নিষিদ্ধ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ২০:৫২
ডিজনির ‘স্নো হোয়াইট’ সিনেমাটি মুক্তির পর দেশে-বিদেশে প্রশংসা কুড়ালেও, এই চলচ্চিত্রটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লেবানন।
কারণ এই সিনেমায় অভিনয় করেছেন ইসরায়েলি অভিনেত্রী গাল গাদত। ‘স্নো হোয়াইটে’ ইভিল কুইনের চরিত্রটি করা গাদত অভিনয় ও মডেলিংয়ে আসার আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করেছেন দুই বছর।
যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র বিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইন লেবাননের স্থানীয় সংবাদপত্র আন-নাহারের বরাতে এ খবর জানিয়েছে।