ল্যাপটপ বাজারে আনল মটোরোলা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ১৬:৩৭

প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।


মটো বুক ৬০-এর বৈশিষ্ট্য


মটো বুক ৬০-এ রয়েছে ১৪ ইঞ্চির ২.৮কে ওএলইডি ডিসপ্লে, যাতে রয়েছে ডলবি ভিশন, এইচডিআর ও টিইউভি সার্টিফিকেশন। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ল্যাপটপটি একটি মিলিটারি-গ্রেড ধাতব কাঠামো রয়েছে, যার ওজন মাত্র ১ দশমিক ৩৯ কেজি। ল্যাপটপটি পাওয়া যাবে প্যান্টোন-কিউরেটেড ব্রোঞ্জ গ্রিন (সবুজ) ও ওয়েজউড (বেগুনি) রঙে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও