
অপ্রয়োজনীয় ডিজিটাল ফাইলে বাড়ছে বোঝা, খরচ হচ্ছে হাজারো ডলার
বণিক বার্তা
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৫
আজকের যুগে যেখানে ক্লাউড স্টোরেজ এক ক্লিকেই সহজলভ্য এবং স্ক্রিনশট ও ফাইল প্রতিনিয়ত জমতে থাকে, সেখানে বেশির ভাগ মানুষই ক্রমবর্ধমান ডিজিটাল জঞ্জালের ভারে চাপা পড়ে আছে। সম্প্রতি কমপাস ডাটাসেন্টারস পরিচালিত এক জরিপে উঠে এসেছে, অংশগ্রহণকারী ৭৭ শতাংশ আমেরিকানের কাছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি অপ্রয়োজনীয় ডিজিটাল ফাইল জমে রয়েছে। খবর টেকরাডার।
গত ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে পরিচালিত এ জরিপে ১ হাজার মানুষ অংশগ্রহণ করে। এতে দেখা যায়, ‘ডিজিটাল হোর্ডিং’ বা অপ্রয়োজনীয় ডিজিটাল ফাইল জমিয়ে রাখার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। অধিকাংশ অংশগ্রহণকারী শুধু বিপুল পরিমাণ অব্যবহৃত ফাইলের ভারে ন্যুব্জই নন, এসব ডিজিটাল জঞ্জাল সামলানোর প্রক্রিয়া নিয়েও অনিশ্চয়তায় ভোগেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ক্লাউড স্টোরেজ