
ব্যবহারকারীর অজান্তেই ব্যক্তিগত তথ্য নিচ্ছে যেসব জনপ্রিয় অ্যাপ
প্রতিবার সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও স্ট্রিমিং বা গেম খেলার সময় ব্যবহারকারীর অজান্তেই বিশাল পরিমাণে তথ্য সংগ্রহ করছে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো। জনপ্রিয় এসব অ্যাপ শুধু নিজেদের প্রয়োজনে নয়, মুনাফার লক্ষ্যে তৃতীয় পক্ষের সঙ্গেও এসব তথ্য ভাগ করে নিচ্ছে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। অ্যাপগুলো ব্যবহারকারীর আচরণ, অবস্থান, পছন্দসহ নানা তথ্য সংগ্রহ করে এবং সেগুলো বিজ্ঞাপনদাতা বা অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করে। তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়লেও অধিকাংশ ব্যবহারকারী এ নজরদারির বিষয়টি জানে না কিংবা গুরুত্ব দেয় না। এমন কিছু অ্যাপ হলো—
ক্যান্ডি ক্রাশ সাগা
বেশ জনপ্রিয় একটি গেম ক্যান্ডি ক্রাশ সাগা। প্রথম দেখায়, একে শুধুই একটি গেম বলে মনে হতে পারে। তবে প্রযুক্তিবিদদের দেয়া তথ্যানুযায়ী, অন্যান্য গেমিং অ্যাপের মতো ক্যান্ডি ক্রাশ ব্যবহারকারীর ডাটা বিশ্লেষণের জন্য সংগ্রহ করলেও এটি আরো এক ধাপ এগিয়ে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের প্রায় ৮ দশমিক ৬ শতাংশ তৃতীয় পক্ষের সঙ্গে ভাগ করে নেয়।