
পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইউক্রেন-রাশিয়ার
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার পুতিন অপ্রত্যাশিতভাবে তাঁর সেনাবাহিনীকে শনিবার মস্কো সময় সন্ধ্যা ৬টা থেকে রোববার মধ্যরাত (ইস্টার্ন সময় বেলা ১১টা থেকে সন্ধ্যা ৫টা) পর্যন্ত সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। পুতিনের এই নির্দেশে ইউক্রেন সন্দেহ প্রকাশ করলেও পরবর্তী সময় যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু এরপরেই অভিযোগ উঠেছে, ইস্টার সানডে উপলক্ষে এই সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে উভয় পক্ষ।
ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই ঘোষণার পেছনে পুতিনের কোনো উদ্দেশ্য থাকতে পারে। বিশেষত যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা থেকে সরে যাওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন। যাতে মনে হয়, তিনি শান্তি আলোচনায় আগ্রহী।
প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, এক দিন আগে যুদ্ধবিরতি ঘোষণা করলেও স্থানীয় সময় রোববার সকাল ১০টা থেকে রাশিয়ার গোলাবর্ষণ ও ড্রোন হামলা বেড়েছে। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে, হয় পুতিনের সেনাবাহিনীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই, না হয় রাশিয়া আসলে যুদ্ধ বন্ধে আন্তরিক নয়—তাদের শুধু প্রচার চাই।’