You have reached your daily news limit

Please log in to continue


সুপারহিট তামান্নার সিনেমা সুপারফ্লপ, কারণটা কী

সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই অভিনেত্রীর কোনো না কোনো ছবি ভাইরাল হয়। তার অভিনীত গান এলেই ভিউয়ের বন্যা বয়ে যায়। গেল কয়েক বছরে বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। ওটিটিতেও পেয়েছেন সাফল্য। সেই তামান্না ভাটিয়াকে দেখতে হচ্ছে মুদ্রার উল্টোপিঠ।

যেখানে আছে কেবল হতাশা ও ব্যর্থতা। তার অভিনীত ‘ওডেলা ২’ ছবটি বক্স অফিসে লজ্জাজনক পারফর্ম করছে। মুক্তির তৃতীয় দিন শেষে মোট বাজেটের মাত্র ৮.৪% অর্থ তুলতে পেরেছে। ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, বক্স অফিসে তামান্না ভাটিয়ার সিনেমা মুখ থুবড়ে পড়ছে!

অশোক তেজা পরিচালিত ‘ওডেলা ২’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে না। আর বক্স অফিসে তিন দিনের রিপোর্ট বলছে, সিনেমাটি ব্যর্থতার অতলে হারিয়ে যাচ্ছে। কিন্তু কেন?

কইমই দাবি করছে, ট্রেলার প্রকাশের পরই ছবিটির মান নিয়ে প্রশ্ন উঠেছিল। সিনেমার বিপ্লবের এই সময়ে এসে এমন গল্প ও আমেজের সিনেমা যে ব্যবসা করবে না সেই আভাসও মিলেছিল। মুক্তির পর সেই আশঙ্কাই সত্যি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন