চাহিদার চাপে নয়, বুদ্ধির ব্যবস্থায় বাঁচুন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ১৪:৩৭

জীবনের ট্রেন যেন ছুটছে দমফাটা গতিতে। সামনে আছে বাজারের দাম, পেছনে মাসের শেষে ফাঁকা পকেট। চারপাশে চাহিদার মিছিল, আর মাঝে দাঁড়িয়ে আপনি। একজন মানুষ, যার স্বপ্ন আছে, দায়িত্ব আছে, কিন্তু বাজেট? সে তো প্রতিদিন এক নতুন পরীক্ষার নাম।


কিন্তু জীবন তো শুধু টাকায় চলে না, চলে বোঝাপড়া আর কৌশলে। তাই তো বলি চাহিদার চাপে নয়, বাঁচতে হবে বুদ্ধির ব্যবস্থায়। কখন কী কিনবো, কাকে কী দেবো, কোথায় কীভাবে খরচ করবো-এই ভাবনাগুলোই সব সময় আমাদের তাড়া করে বেড়ায়। তাই বলে কঠিন এই সময়ে হাল ছেড়ে দেব তা তো হতে পারে না। বরং এটা সেই সময়, যখন ছোট ছোট সিদ্ধান্ত বদলে দিতে পারে জীবনের বড় গল্প।


চলুন আমরা শুরু করি সেই গল্প যেখানে বেঁচে থাকার, সামলে চলার, আর সবচেয়ে বড় কথা নিজের মতো করে জীবনকে ভালোবাসার কৌশল লুকিয়ে আছে।


যদি ভাবেন মাসের ৩০ দিনই শুধু খরচ আর হিসেব, তাহলে আপনি একা নন। দেশের হাজারো মানুষ এখন এমন এক বাস্তবতায় দিন কাটাচ্ছেন। যেখানে আয় বাড়ে না, অথচ ব্যয়ের খাতা যেন থামতেই চায় না। প্রতিদিনের বাজার, স্কুলের ফি, বাসা ভাড়া, বিদ্যুৎ-পানির বিল সবকিছুই যেন প্রতিযোগিতায় নেমেছে কে বেশি চাপ দিতে পারে।


অথচ জীবন থেমে থাকে না। চলতে হয়, হাসতে হয়, পরিবার নিয়ে এগোতে হয়। তাই সময় এসেছে জীবনকে শুধুই ‘টানাটানি’ দিয়ে নয়, ‘পরিকল্পনার সাথী’ করে তোলার। আর সেই পথের আসল উপায় বুদ্ধির ব্যবস্থায় বাঁচা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও