You have reached your daily news limit

Please log in to continue


এক যুগের ভাবনায় ‘গোলাপের নাম’ আনল মেঘদল

দীর্ঘ ১২ বছর আগে যে গানটির কথা ভেবে রেখেছিলেন ‘মেঘদল’ ব্যান্ডের গায়ক গীতিকার ও সুরকার শিবু কুমার শীল, এবার সেই গানটি সামনে এসেছে।

শিবু গ্লিটজকে জানিয়েছেন ‘গোলাপের নাম’ গানটির ভিডিও চিত্র এসেছে ব্যান্ডটির ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ অন্যান প্ল্যাটফর্মগুলোতে।

এটি মেঘদলের তৃতীয় অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানার’ সপ্তম গান; গানটির কথা ও সুরও করেছেন গায়ক শিবু।

আর ভিডিও চিত্রের নির্দেশনা দিয়েছেন ব্যান্ডের সদস্য সৌরভ সরকার। এর আগে তিনি ‘মায়া সাইকেল’ গানের ভিডিও চিত্রেরও নির্দেশনা দিয়েছেন।

উমবার্তো ইকোর উপন্যাস ‘দ্য নেম অব দ্য রোজ’ বাংলায় অনুবাদ করেছিলেন অনুবাদক জি এইচ হাবিব। তিনি বাংলা উপন্যাসের নাম রেখেছিলেন ‘গোলাপের নাম’। ওই নামটি থেকে তার গানের নামকরণ হয়েছে বলে জানিয়েছেন শিবু। তবে উপন্যাসের সঙ্গে গানের আর কোনো সম্পর্ক নেই বলেও ভাষ্য তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন