
সিন্দাবাদের ‘সোলেমানি তরবারি’, এক চোখের কেহেরমান; ‘আলিফ লায়লা’ সম্পর্কে কতটা জানেন
‘আমাদের শৈশবকে রঙিন করেছে “আলিফ লায়লা”। সিরিয়ালটি দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকতাম। স্মৃতিময় দিনগুলো খুব মিস করি।’ প্রথম আলোকে বলছিলেন তাজনিন নাহার নামে ৩৭ বছর বয়সী এক দর্শক।
নব্বই দশকের আলোচিত সিরিয়াল ‘আলিফ লায়লা’র সঙ্গে বহু দর্শকের স্মৃতি জড়িয়ে আছে। বিটিভিতে প্রচারের পর সিরিয়ালটি দর্শকমহলে রীতিমতো আলোড়ন তুলেছিল। প্রতি শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর ‘আলিফ লায়লা’ দেখতে টিভি সেটের সামনে হুড়োহুড়ি করতেন দর্শকেরা।
বাহার উদ্দিন নামে সিলেটের আলমপুরের এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘রাত সাড়ে আটটা বাজার আগেই পুরো গ্রামের মানুষের খাওয়া–দাওয়া শেষ হত। উত্তেজনা, ভয় আর আনন্দের মিশ্রণে “আলিফ লায়লা”র জন্য অপেক্ষা করতাম।’
রাকিব মাহমুদ নামে আরেক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘টিভির সামনে চেয়ার পেতে, পাটি বিছিয়ে বসে পড়তাম ছোট-বড় সবাই। তখন অবশ্য বিদ্যুৎ ছিল না। ব্যাটারি দিয়ে সাদা-কালো টিভি চালিয়েই সুখ খুঁজে পেতাম।’
- ট্যাগ:
- বিনোদন
- টিভি সিরিয়াল