
পানি নাকি কমলার রস, আলট্রাসনোগ্রাফির আগে কোনটি পান করা উচিত
আলট্রাসনোগ্রাফির আগে তরল পান করে পেট ভরিয়ে নেওয়ার নিয়ম সম্পর্কে তো সবারই জানা। অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রে অ্যাবডোমেনের স্পষ্ট ছবি পেতে আধা ঘণ্টা থেকে ৪৫ মিনিট আগে বেশি পরিমাণে পানি খেতে হয়, তবেই পরীক্ষায় স্পষ্ট ছবি পাওয়া যায়।
তবে সম্প্রতি একটি গবেষণায় দাবি করা হয়েছে, আলট্রাসনোগ্রাফি পরীক্ষার আগে অন্তঃসত্ত্বা নারীরা কমলালেবুর রস পান করলে সেরা ফল পাওয়া যায়। ‘প্রেগন্যান্সি গাইড’-এর একটি গবেষণাপত্রে লেখা হয়েছে, ‘এক গ্লাস কমলালেবুর রস গর্ভস্থ শিশুকে বেশি সচল করে তুলতে পারে। এর ফলে আলট্রাসাউন্ডে পরিষ্কার ছবি পাওয়া যায়।’
তাহলে কী পানির থেকেও বেশি কার্যকরী কমলালেবুর রস? এবং কমলালেবুর রস নিয়ে এই দাবি কী আদৌ বিজ্ঞানসম্মত?
এ বিষয়ে এক সনোলজিস্ট বলেছেন, ‘কেবল কমলালেবু নয়, হবু মায়েদের ক্ষেত্রে যে কোনো মিষ্টি খাবার বা পানীয়, যেমন গ্লুকোজের পানি বা চকলেট খাওয়ার পরামর্শ দিই আমরা। মায়ের শরীরে চিনির পরিমাণ বৃদ্ধি পেলে ভ্রূণে তার প্রভাব পড়ে। শিশুর নড়াচড়াকে উদ্দীপিত করতে পারে চিনি। আর আলট্রাসাউন্ডের সময় শিশুটি নড়লে আমাদের স্পষ্ট ছবি পেতে সুবিধা হয়। কখনও কখনও গর্ভাবস্থার দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে দেখা যায়, শিশু খুব বেশি নড়াচড়া করছে না, তখন এক গ্লাস কমলালেবুর রস খাইয়ে পরীক্ষা করলে সুবিধা হতে পারে। কারণ এতে দ্রুত শক্তি বৃদ্ধি পায়। শিশু ঠিক মতো নড়াচড়া না করলে হয়তো অনেক সময় এনটি স্ক্যান, অ্যানোমালি স্ক্যানে ঠিকঠাক রিপোর্ট পাওয়া যায় না। এর ফলে অনেক রোগের ঝুঁকি হয়তো চোখেই পড়ে না।’
- ট্যাগ:
- স্বাস্থ্য
- আলট্রাসনোগ্রাফি
- কমলার জুস