You have reached your daily news limit

Please log in to continue


ট্রাম্পের নীতির কারণে ডলারের দরপতন, গৌরব হারাতে বসেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার করে বিশ্বের প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই শুল্ক ঘোষণা ও তারপর স্থগিতের ঘোষণার ফল হয়েছে উল্টো। সেটা হলো, যে ডলার ছিল তার অন্যতম হাতিয়ার, সেই ডলার শক্তি হারাতে শুরু করেছে।

ডলার অবশ্য কয়েক মাস ধরেই শক্তি হারাচ্ছে। গত সপ্তাহে বিশ্ববাজারের শেষ কর্মদিবসে (১৮ এপ্রিল) ইউএস ডলার ইনডেক্সের মান ছিল ৯৯ দশমিক ২৩। অথচ জানুয়ারি মাসে এই সূচকের মান ছিল ১১০। সেই হিসাবে দেখা যাচ্ছে, জানুয়ারি মাসের পর ডলার ইনডেক্সের মান কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ। ১১ এপ্রিল এই সূচকের মান ২০২৩ সালের জুলাই মাসের পর এই প্রথম ১০০-এর নিচে নেমে যায়। খবর দ্য গার্ডিয়ান।

শুধু এপ্রিলের শুরু থেকেই ইউরো, পাউন্ডের সাপেক্ষে ডলারের দরপতন হয়েছে ৫ শতাংশ, ইয়েনের সাপেক্ষে পতন হয়েছে ৬ শতাংশ। ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করার পর দ্রুতগতিতে শক্তি হারাচ্ছে ডলার।

বাংলাদেশের মুদ্রাবাজারে ডলারের মান পুরোপুরি বাজারনির্ভর না হওয়ায় কয়েক মাস ধরে ডলারের দর অপরিবর্তিত। যদিও একসময় টাকার মান কৃত্রিমভাবে ধরে রাখা হয়েছিল; এখন তা অনেকটা বাজারের কাছাকাছি। কিন্তু পুরোপুরি বাজারনির্ভর না হওয়ায় যেটা হয়েছে, সেটা হলো, বিশ্ববাজারের ডলারের এই সাম্প্রতিক দরপতনের প্রভাব দেশের বাজারে পড়েনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন